আমেঠি, ৩ সেপ্টেম্বর : উত্তর প্রদেশের আমেঠিতে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ওপর গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ যুবকের। বুধবার ভোররাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, বুধবার ভোররাতে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ওপর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে, দুর্ঘটনায় মৃত্যু হয় গাড়িতে থাকা ৩ জনের। শুকুল বাজার থানার অধীনে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ৬০.১ নম্বর পয়েন্টের কাছে ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে। তাতে মৃত্যু হয় ৩ জনের। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।