জম্মু, ৩ সেপ্টেম্বর : বৃষ্টি ও খারাপ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে বুধবারও স্থগিত রাখা হয়েছে শ্রী মাতা বৈষ্ণোদেবী যাত্রা। এই নিয়ে টানা নবম-দিন স্থগিত রাখা হয়েছে শ্রী বৈষ্ণোদেবী যাত্রা। এই অঞ্চলে প্রতিকূল আবহাওয়ার কারণে বৈষ্ণোদেবী যাত্রা আপাতত স্থগিত রয়েছে। শ্রী মাতা বৈষ্ণোদেবী তীর্থ বোর্ড জানিয়েছে, তাঁরা হেলিকপ্টার এবং থাকার ব্যবস্থা-সহ সমস্ত বুকিং আপাতত বাতিল করেছে, যাত্রা পুনরায় শুরু না হওয়া পর্যন্ত ১০০ শতাংশ টাকা ফেরত দেওয়া হবে। বুধবারও বৃষ্টি থামেনি, বিক্ষিপ্তভাবে এদিন সকালেও বৃষ্টি হয়েছে কাটরা-সহ জম্মুর বিভিন্ন অংশে।