Country

6 hours ago

Rekha Gupta resumes Jan Sunwai: ফের জন শুনানি শুরু করলেন রেখা গুপ্তা, কড়া নিরাপত্তারও ব্যবস্থা

Delhi CM Rekha Gupta
Delhi CM Rekha Gupta

 

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর : ফের জন শুনানি শুরু করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বুধবার কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জন শুনানির দায়িত্ব পালন শুরু করেন। শোনেন মানুষের অভাব ও অভিযোগের কথা।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বুধবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে তাঁর ক্যাম্প অফিসে জন শুনানির দায়িত্ব পালন শুরু করেন। কয়েকদিন আগে জন শুনানি অনুষ্ঠানের সময় এক ব্যক্তির মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালায়। তারপর জন শুনানি বন্ধ ছিল, অবশেষে হামলার দুই সপ্তাহ পর ফের এই দায়িত্ব পালন শুরু করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

You might also like!