জম্মু, ৩ সেপ্টেম্বর : ভারী বৃষ্টির মধ্যেই জম্মুতে বাড়ি ভেঙে প্রাণ হারালেন দু'জন। বুধবার জম্মু জুড়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে; এরইমধ্যে বাড়ি ভেঙে দু'জন প্রাণ হারান। গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বন্ধ রয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, বুধবার দ্বিতীয় দিনের মতো জম্মু অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাতের ফলে বাড়ি ভেঙে এক মহিলা ও তার মেয়ের মৃত্যু হয়েছে, এবং প্লাবিত গ্রামে ৪০ জন আটকে পড়েছেন। কেন্দ্রশাসিত অঞ্চলে অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে, আখনুরে চেনাব নদী তীব্র স্রোতে প্রবাহিত হচ্ছে, যার ফলে জিয়া পোটা ঘাট প্লাবিত হয়েছে এবং মন্দিরগুলি আংশিকভাবে ডুবে গিয়েছে। এসডিআরএফ-এর একজন কর্তা মহিন্দর পাল বলেন, "আমরা তথ্য পেয়েছি, আখনুরের গড়খাল গ্রাম পঞ্চায়েতে গুজ্জর সম্প্রদায়ের প্রায় ৪০ জন মানুষ আটকে পড়েছেন। চেনাব নদী তীব্র স্রোতে বইছে, কিছু মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে।"