Country

2 hours ago

PM Modi Japan visit:বৃহস্পতিবার জাপান যাত্রায় প্রধানমন্ত্রী মোদী

Modi foreign trip
Modi foreign trip

 

নয়াদিল্লি, ২৮ আগস্ট : বৃহস্পতিবার সন্ধ্যায় জাপান রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টোকিয়োতে ২৯ ও ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে ১৫তম ভারত–জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন। সেখানে মোদী প্রথমবার বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে। প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি ও আঞ্চলিক–আন্তর্জাতিক সমস্যা নিয়ে হবে আলোচনা। জাপান সফর শেষে ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চিনের তিয়ানজিনে শি জিনপিংয়ের আমন্ত্রণে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মোদী। সেখানে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত উল্ল্যেখ , ২০১৪ সালে দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে অষ্টমবার জাপান যাচ্ছেন মোদী। তবে প্রায় সাত বছর পরে ফের তাঁর এই সফর। সর্বশেষ তিনি ২০১৮-তে টোকিয়ো গিয়েছিলেন।

You might also like!