নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর : বৃষ্টিও থামছে না, যমুনার জলস্তরও কমছে না; উল্টে বাড়ছে। বুধবারও যমুনা নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী সংলগ্ন এলাকার কিছু অংশে যমুনা নদীর জল ঘরে ঢুকে পড়েছে। যমুনা নদীর জল উত্তাল হওয়ায় ওখলা ব্যারেজের সকল গেট খুলে দেওয়া হয়েছে। যমুনা নদীর জল নিগমবোধ ঘাটেও প্রবেশ করেছে। দিল্লির যমুনা বাজার এলাকাতেও জল ঢুকে গিয়েছে। উত্তর প্রদেশের মথুরাতেও যমুনা নদীর জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ইতিমধ্যেই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রশাসন মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে।