Country

7 hours ago

Narendra Modi:প্রয়াত মায়ের অপমান, কুকথার ঘটনায় কংগ্রেস-আরজেডিকে আক্রমণ মোদীর

Modi attacks Congress-RJD over insulting and slandering his late mother
Modi attacks Congress-RJD over insulting and slandering his late mother

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : বিতর্কের শুরু হয়েছিল বিহার থেকে। সেই একই বিহারের এক সমবায় সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে এবার জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মা প্রয়াত হীরাবেন মোদীর বিষয়ে কুকথার প্রসঙ্গে কংগ্রেস ও আরজেডিকে তিনি একহাত নিলেন।

বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে ভোটাধিকার যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী। সেই কর্মসূচির সময়, প্রধানমন্ত্রীর মৃত মায়ের নামে কুকথা উচ্চারিত হওয়ার ঘটনা ঘটেছিল। মঙ্গলবার বিহারের এক সমবায় সমিতির ভার্চুয়াল উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রসঙ্গ তুলে ধরেন। তিনি সরাসরি কংগ্রেস ও আরজেডিকে নিশানা করে বলেন, “আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন যাতে আমি আপনাদের মতো কোটি কোটি মানুষের সেবা করতে পারি। আমার মা দীর্ঘকাল আগে আমাদের ছেড়ে চলে গেছেন—১০০ বছর পূর্ণ করে। আর তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তবে কংগ্রেস-আরজেডির মঞ্চ থেকে তাঁর নামে কুকথা বলা হয়েছে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “মা আমাদের কাছে পৃথিবীতুল্য। মা আমাদের আত্মসম্মান। কিছুদিন আগে এই বিহারে যা ঘটেছে, তা আমি কল্পনাও করতে পারি না। আরজেডি-কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে কুকথা বলা হয়েছে। এই কুকথা শুধুমাত্র আমার মায়ের অপমান নয়। এটি দেশের সকল মা, বোন এবং মেয়ের অপমান। আমি জানি, ওই কথাগুলি শুনে বিহারের প্রতিটি মায়ের কতটা খারাপ লেগেছে। আমি জানি, আমার মনে যে যন্ত্রণা হচ্ছে, বিহারবাসীও সেই একই যন্ত্রণায় ভুগছেন।”

 মঙ্গলবার যে সমবায় সমিতির উদ্বোধন করেন মোদী, সেটির মূল লক্ষ্য বিহারের মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়ন। ভার্চুয়াল ওই উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যে বিহারবাসীরা উপস্থিত ছিলেন, তাঁদের বেশির ভাগই ছিলেন মহিলা। তাঁদের সামনেই এ বার নিজের মায়ের উদ্দেশে কুকথা বলার অভিযোগে কংগ্রেস এবং আরজেডিকে একহাত নিলেন মোদী। প্রয়াত হীরাবেন কী ভাবে কষ্ট করে তাঁদের বড় করেছেন সে কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

মোদী বলেন, “আমার মা অসুস্থ হয়ে পড়তেন, তা-ও কাজ করে যেতেন। তিনি একটা একটা করে পয়সা জমিয়ে আমাদের জামাকাপড় বানিয়ে দিতেন। আমাদের দেশে কোটি কোটি মা আছেন। যে কোনও দেবদেবীর থেকে মায়ের স্থান উঁচুতে।” এর পরেই কারও নাম না-করে প্রধানমন্ত্রী বলেন, “রাজার ঘরে জন্ম নেওয়া রাজপুত্রেরা একজন দরিদ্র মায়ের এবং তাঁর ছেলের সংগ্রাম বুঝতে পারবেন না। তাঁরা সোনা-রুপোর চামচ হাতে নিয়ে জন্মেছেন। তাঁরা বিশ্বাস করেন যে বিহারের ক্ষমতা তাঁদের পরিবারের হাতে রয়েছে। কিন্তু আপনারা এক দরিদ্র মায়ের ছেলেকে প্রধানমন্ত্রী করেছেন। এটা তাঁরা হজম করতে পারছেন না।”

You might also like!