kolkata

4 hours ago

Mamata Banerjee: "ফিরিয়ে দিন চাকরি", বিধানসভায় বিশেষ অধিবেশনের আর্জি চাকরিহারাদের!

Jobless people urge CM Mamata, Speaker for Assembly discussion on job cancellations
Jobless people urge CM Mamata, Speaker for Assembly discussion on job cancellations

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চাকরি বাতিলের ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হওয়ার পর থেকে রাজ্যজুড়ে ধেয়ে আসছে ক্ষোভের ঝড়। 'অযোগ্য'দের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC), কিন্তু তাতেও শান্ত হয়নি বিক্ষোভ। কারণ, যাঁরা নিজেদের ‘যোগ্য’ দাবি করছেন, তাঁদের একাংশের মতে, আবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায়। এবার বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে এই ইস্যুতে আলোচনার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন চাকরিহারাদের প্রতিনিধি সুমন বিশ্বাস ও তাঁর সহযোদ্ধারা। 

শীর্ষ আদালতের নির্দেশ মেনে সম্প্রতি ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করেছে এসএসসি। এরপরই ফের ‘যোগ্য’দের একাংশ তাঁদের তালিকা প্রকাশের দাবিতে সরব হয়েছেন। পাশাপাশি পরীক্ষার সিদ্ধান্ত বাতিলের দাবিও জানিয়েছে তাঁরা। চাকরিহারাদের দাবি, ফিরিয়ে দেওয়া হোক চাকরি। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে  উদ্দেশ্য করে বলেন, “আমাদের মৃত্যুর মুখে ঠেলে দেবেন না।” 

চিঠিতে তাঁদের আবেদন, আগামী ৪ঠা সেপ্টেম্বর বিধানসভায় একটি বিশেষ অধিবেশনের আয়োজন করা হোক, যেখানে এই সংকটজনক ইস্যুতে আলোচনার সুযোগ থাকবে। শুধু তাই নয়, তাঁরা সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে সর্বদলীয় বৈঠক ডাকার অনুরোধও জানিয়েছেন। চাকরিহারাদের দাবি, যাঁরা নিয়ম মেনে  পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে নিয়োগ পেয়েছিলেন, তাঁদের একাংশকে অন্যায়ভাবে ‘অযোগ্য’ বলা হয়েছে। এখন আবার তাঁদেরই ফের পরীক্ষায় বসতে বলা হচ্ছে, যা তাঁরা মানতে নারাজ। চাকরিহারাদের তরফে ভিডিও বার্তায় গোটা বিষয়টা জানিয়ে সুমন বিশ্বাস বলেন, “মুখ্যমন্ত্রী ও স্পিকারের সঙ্গে কথা বললে মিলতে পারে রফাসূত্র।”


You might also like!