Country

2 hours ago

J-K rains: জম্মু ও কাটরার মধ্যে ৬৮টি ট্রেন বাতিল, বন্দে ভারত চলবে ৭ সেপ্টেম্বর

Northern Railway cancels 68 trains to and from Jammu and Katra stations
Northern Railway cancels 68 trains to and from Jammu and Katra stations

 

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর : উত্তর রেল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জম্মু ও কাটরা স্টেশন থেকে ৬৮টি আগত ও বহির্গামী ট্রেন বাতিল ঘোষণা করেছে। এছাড়াও ২৪টি ট্রেন পুনরায় চালু হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত এবং হড়পা বানে পাঠানকোট-জম্মু সেকশনের একাধিক স্থানে ক্ষয়ক্ষতি ও ফাটলের কারণে গত আট দিন ধরে জম্মু রেল বিভাগে রেল চলাচল বন্ধ রয়েছে। ২৬ আগস্ট থেকে জম্মু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে অসংখ্য মানুষ, বিশেষ করে তীর্থযাত্রীরা আটকে পড়েছিলেন, যার ফলে রেল ও সড়ক পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল।

জম্মু অঞ্চলে ১৯১০ সালের পর থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এ পর্যন্ত ৩৮০ মিলিমিটার। আটকে পড়া যাত্রীদের চলাচলের সুবিধার্থে জম্মু তাওয়াই-শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা শাটল পরিষেবা, জম্মু তাওয়াই-কলকাতা এবং শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা-নয়াদিল্লি ট্রেন চালানো হচ্ছে। জম্মু-কাটরা সেকশনে ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চারটি ট্রেন চালু করা হয়েছে।

সম্পর্ক ক্রান্তি এবং শিয়ালদহ এক্সপ্রেস ট্রেন, কান্ত্রি এক্সপ্রেস, বন্দে ভারত, ত্রিবান্দ্রম এক্সপ্রেস এবং শাটল পরিষেবা পুনরায় চালু করেছে রেল। জম্মু ও কাটরার মধ্যে স্থানীয় এবং আটকে পড়া যাত্রীদের চলাচলের সুবিধার্থে দুই জোড়া ট্রেন চালু করে শাটল পরিষেবা শুরু করা হয়েছে। জম্মু-কলকাতা এবং বৈষ্ণোদেবী-নয়াদিল্লি ট্রেনও চালু রয়েছে। ৭ সেপ্টেম্বর থেকে বন্দে ভারত ট্রেন পুনরায় চালু হবে।

You might also like!