সিওয়ান, ৩০ আগস্ট : ভোটার অধিকার যাত্রার অন্তিম পর্বে যোগ দিলেন সমাজবাদী পার্টির প্রধান ও সাংসদ অখিলেশ যাদব। শনিবার বিহারের সিওয়ানে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে ভোটার অধিকার যাত্রায় যোগ দিয়েছেন অখিলেশ যাদব। উপস্থিত ছিলেন মিসা ভারতী ও কে সি বেণুগোপালও। বিজেপিকে কটাক্ষ করে তেজস্বী যাদব বলেছেন, "বিজেপি ভীত এবং এই ঐতিহাসিক যাত্রার কারণে, এনডিএ খুব অস্থির হয়ে পড়েছে। তাঁরা যথাসাধ্য চেষ্টা করছে এবং আমাদের সবকিছুর উপর নজর রয়েছে। তাঁরা যতই চেষ্টা করুক না কেন, তাঁরা বিহারে ক্ষমতায় ফিরে আসবে না।" গতকাল পাটনায় কংগ্রেস এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, "এই লোকজন শুরু থেকেই হিংস্র। তাঁরা কাপুরুষ, দেশ তাঁদের আসল চরিত্র জানে।"