Country

6 hours ago

Mandi Landslide: আরও তিনটি দেহ উদ্ধার, মান্ডিতে ভূমিধসে মৃত্যু বেড়ে ৬

Heavy rainfall in Himachal Pradesh triggered landslides
Heavy rainfall in Himachal Pradesh triggered landslides

 

মান্ডি, ৩ সেপ্টেম্বর : হিমাচল প্রদেশের মান্ডি জেলার সুন্দরনগরে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৬। এসডিএম অমর নেগি বলেছেন, আরও তিনটি মৃতদেহ উদ্ধার হওয়ার পর সুন্দরনগর ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬। বুধবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মান্ডি জেলার সুন্দরনগর মহকুমার জঙ্গমবাগ এলাকায় ভয়াবহ ভূমিধসে ৬ জনের মৃত্যু হয়েছে - যার মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ ভূমিধসে দু'টি বাড়ি চাপা পড়ে এবং একজন পথচারীও চাপা পড়ে যান। মান্ডির পুলিশ সুপার সাক্ষী বর্মা বলেন, ধসের কিছুক্ষণ আগে স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনতে পান, যা নীচে থাকা বাড়িগুলিকে গ্রাস করে। নিহতরা হলেন - গুরপ্রীত সিং (৩৫), তার মেয়ে কিরাত (৩), গুরপ্রীতের স্ত্রী ভারতী (৩০), শান্তি দেবী (৭০) এবং সুরেন্দ্র কৌর (৫৬)। ষষ্ঠ নিহত ব্যক্তি হলেন অজ্ঞাতপরিচয় একজন ব্যক্তি, যিনি ভূমিধসের সময় স্কুটি চালিয়ে যাচ্ছিলেন।

You might also like!