কলকাতা, ৩ সেপ্টেম্বর: “তৃণমূলের চিরাচরিত ঢঙে আপনি ভারতের নাগরিক বাঙালিদের সঙ্গে পূর্ব পাকিস্তানি/বাংলাদেশীদের গুলিয়ে দেবার চেষ্টা করছেন। তার কারণ, স্পষ্টতই আপনার দলের আনুগত্য ভারত রাষ্ট্রের প্রতি নয়।” বুধবার এক্সবার্তায় এ কথা বললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তথাগতবাবু লিখেছেন, “ব্রাত্য বসু কান খুলে শুনে নিন। ১৯৭১-এ পাকিস্তানী সেনা পূর্ব পাকিস্তানিদের উপর গুলি চালিয়েছিল, বাঙালির উপর নয়। বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া পরিষ্কার বলেছেন, “আমরা বাঙালি নই, আমরা বাংলাদেশী। বাঙালিরা সীমান্তের ওপারে থাকে"। অন্য কোনো বাংলাদেশী রাষ্ট্রপ্রধান এর প্রতিবাদ করেন নি। বাংলাদেশী identity সম্বন্ধে কি আপনি তাদের রাষ্ট্রপ্রধানের চেয়ে বেশি জানেন?
ব্রাত্য বসু, আপনি, আপনার নেত্রী ও আপনার দল সাবধান হন। ভারত রাষ্ট্রের প্রতি আনুগত্যের অভাবের পরিনাম কিন্তু কঠিন হতে পারে।”
ব্রাত্য বসু কান খুলে শুনে নিন।
— Tathagata Roy (@tathagata2) September 3, 2025
১৯৭১-এ পাকিস্তানী সেনা পূর্ব পাকিস্তানিদের উপর গুলি চালিয়েছিল, বাঙালির উপর নয়।
তৃণমূলের চিরাচরিত ঢঙে আপনি ভারতের নাগরিক বাঙালিদের সঙ্গে পূর্ব পাকিস্তানি/বাংলাদেশীদের গুলিয়ে দেবার চেষ্টা করছেন। তার কারণ, স্পষ্টতই আপনার দলের আনুগত্য ভারত…