Country

1 hour ago

Bhupesh Baghel: ৮ বছর ধরে ভুল জিএসটি আরোপ করে দেশকে লুট করা হয়েছে,ভূপেশ বাঘেল

Bhupesh Baghel
Bhupesh Baghel

 

রায়পুর, ২৩ সেপ্টেম্বর : দেশে নতুন প্রজন্মের জিএসটি কাঠামো কার্যকর করা হয়েছে। দাম কমেছে অনেক নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর। এমতাবস্থায় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল বলেছেন, ৮ বছর ধরে ভুল জিএসটি আরোপ করে দেশকে লুট করা হয়েছে। মঙ্গলবার সকালে রায়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভূপেশ বাঘেল বলেছেন, "৮ বছর ধরে ভুল জিএসটি আরোপ করে দেশকে লুট করা হয়েছে। ব্যবসা-বাণিজ্য ধ্বংস করা হয়েছে এবং সাধারণ মানুষের আয় সীমিত করা হয়েছে। এই লোকজন আগেও একই কথা বলেছিল যে, এই (জিএসটি) মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করবে। এখন ৮ বছর পরেও, এই লোকজন একই ভাষা পুনরাবৃত্তি করছে।"

You might also like!