শিমলা, ১৮ সেপ্টেম্বর : বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে হিমাচল প্রদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪১৭। ক্ষয়ক্ষতির পরিমাণ ৪,৮৫২ কোটি টাকা। হিমাচলে এখনও বন্ধ রয়েছে ৫১৯টি রাস্তা। এমতাবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫১৯টি রাস্তা এখনও বন্ধ; এর মধ্যে রয়েছে দু'টি জাতীয় সড়ক। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাজ্যে প্রায় ৪৪১টি বিদ্যুৎ ট্রান্সফরমার এবং ২৭৪টি জল সরবরাহ প্রকল্প ব্যাহত হয়েছে। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বিপর্যয়ে হিমাচলে ৪১৭ জন প্রাণ হারিয়েছেন, ৪,৫৮২ কোটি টাকার ক্ষতি হয়েছে।