Game

2 hours ago

Donnarumma wins Yashin Trophy: দ্বিতীয়বারের মতো বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন দোন্নারুম্মা

Gianluigi Donnarumma wins Yashin Trophy
Gianluigi Donnarumma wins Yashin Trophy

 

প্যারিস, ২৩ সেপ্টেম্বর : ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ সোমবার প‍্যারিসে জমকালো পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা গোলরক্ষক হিসেবে দোন্নারুম্মার নাম ঘোষণা করে। ২০১৯ সাল থেকে দেওয়া হচ্ছে ইয়াশিন ট্রফি। প্রথমবার এই পুরস্কার জেতেন ব্রাজিলের আলিসন। এক বছর পর প্রথমবার এই পুরস্কার জেতেন দোন্নারুম্মা। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম‍্যানচেস্টার সিটিতে খেলা ২৬ বছর বয়সী দীর্ঘদেহী গোলরক্ষক জিতলেন দ্বিতীয়বার। গত দুই বছরে এই পুরস্কার জেতেন অ‍্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তিনি ছাড়া এতেদিন একাধিকবার ইয়াশিন ট্রফি জিততে পারেননি আর কেউ। এবার তার সঙ্গী হলেন দোন্নারুম্মা, যিনি গত মরসুমে পিএসজির অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়াও ফরাসি ক্লাবটির হয়ে লিগ আঁ, ফরাসি কাপ, ফরাসি সুপার কাপও জেতেন তিনি।

You might also like!