Entertainment

2 hours ago

'Battle of Galwan': মাত্র ৪৫ দিনেই শেষ ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর শুটিং, নতুন লুকে মুম্বইয়ে সলমন!

Salman Khan
Salman Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সলমন খান মানেই বড় বাজেটের ছবি, বিশ্বের নানা প্রান্তে চোখধাঁধানো লোকেশনে টানা শুটিং। তবে এবার ভিন্ন পথে হাঁটলেন বলিউড সুপারস্টার। মাত্র ৪৫ দিনেই শেষ করেছেন ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর শুটিং, এরপরই ফিরেছেন মুম্বই। আর শহরে ফিরেই নতুন লুকে চমকে দিয়েছেন তিনি। 

‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবিতে আর্মি অফিসারের চরিত্রের জন্য গোঁফ রেখেছিলেন সলমন। তবে শুটিং শেষ হতেই ভোলবদল! বৃহস্পতিবার রাতে ভাইজানকে দেখা গেল ক্লিন সেভ লুকে। শুটিংয়ের শেষ দিনে তোলা বেশ কিছু ছবি পরিচালক অপূর্ব লাখিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। সেখানেই ৪৫ দিনে শুটিং সাঙ্গ করার কথা উল্লেখ করেছেন তিনি। সেসব ছবিতেই ধরা পড়ল ক্যামেরার নেপথ্য দৃশ্য। লাদাখের প্রতিকূল আবহাওয়ায় এত কম দিনের শিডিউলে তাও আবার এহেন ‘হেভিওয়েট’ সিনেমার শুটিং শেষ করা যে চারটিখানি কতা নয়, তা বলাই বাহুল্য। তবে টিম ‘ব্যাটেল অফ গালওয়ান’ সেই চ্যালেঞ্জ নিয়েই যুদ্ধজয় করে বৃহস্পতিবার রাতে মুম্বইতে ফিরেছেন।

২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। যেখানে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। যিনি ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য কড়া হোমওয়ার্কও করেছেন ভাইজান। শুটিং শুরুর আগে নিত্যদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরিয়েছেন। পরিবর্তন এনেছিলেন রোজকার খাদ্যাভ্যাসেও। এবার পর্দায় কর্নেল বিকুমল্লা সন্তোষের চরিত্র কতটা পারদর্শীতার সঙ্গে ফুটিয়ে তুলতে পারবেন ভাইজান? নজর থাকবে সেদিকে। তবে শোনা যাচ্ছে, লেহ-লাদাখে সিনেমার সিংহভাগ শুটিং শেষ হলেও এখনও কিছু কাজ বাকি রয়েছে। যেগুলি মুম্বইতে হওয়ার কথা। 

উল্লেখ্য, ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবিতে সলমনের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। লাদাখে শুটিং চলাকালীন দিন কয়েক আগে সেখানকার লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এর আগে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও দেখা করেছিলেন সলমন। পাশাপাশি জওয়ানদের সঙ্গেও সময় কাটিয়ে এসেছেন তিনি।

You might also like!