শিমলা, ২৩ সেপ্টেম্বর : বহু রাস্তা এখনও বন্ধ রয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় চলছে রাস্তা মেরামতের কাজ। হিমাচল প্রদেশের একাধিক জেলার বিস্তীর্ণ অংশের যোগাযোগ স্তব্ধ। এরইমধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস হিমাচলে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, হিমাচলে এখনও পর্যন্ত ৩৭০-টির বেশি সড়ক বন্ধ রয়েছে। এমতাবস্থায় পুনরায় বৃষ্টি হলে, পরিস্থিতি ফের বেগতিক হতে পারে। তবে, ২৫ তারিখের পর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।