প্যারিস, ২৩ সেপ্টেম্বর : সোমবার প্যারিসে আয়োজিত জমকালো ব্যালন ডি'অর অনুষ্ঠানে বর্ষসেরা কোচ হিসেবে এনরিকের নাম ঘোষণা করে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। দলকে ট্রেবল জেতানোর সফলতার জন্য পেলেন ইয়োহান ক্রুইফ ট্রফি। পুরুষ বিভাগে এনরিকে পেছনে ফেলেছেন বার্সিলোনার হান্সি ফ্লিক, লিভারপুলের আর্নে স্লট, চেলসির এনজো মারেস্কা ও নাপোলির আন্তোনিও কন্তেকে। গত মরসুমে এনরিকের কোচিংয়ে পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায়। এছাড়া দলটি লিগ ওয়ান, ফরাসি কাপ এবং ফরাসি সুপার কাপও ঘরে তোলে। এদিকে মহিলা ফুটবলের বর্ষসেরা কোচ হয়েছেন উইমেন’স ইউরো জয়ী ইংল্যান্ড মহিলা দলের কোচ সারিনা ভিগমান।