Country

1 hour ago

Bhupender Yadav: জিএসটি হ্রাস অনেকটাই সাশ্রয়ী উৎসবের মতো,ভূপেন্দ্র যাদব

Bhupender Yadav
Bhupender Yadav

 

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর : জিএসটি সংস্কারের ফলে সমাজের সব শ্রেণীর মানুষের উপকার হবে, এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তাঁর কথায়, জিএসটি হ্রাস অনেকটাই সাশ্রয়ী উৎসবের মতো।

সোমবার থেকেই নতুন জিএসটি কাঠামো কার্যকর হয়েছে ভারতে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, "শারদীয়া নবরাত্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল নীতির কারণে, আমরা পরবর্তী প্রজন্মের জিএসটি-র দিকে এগিয়ে যাচ্ছি। এর অধীনে শিল্পে শিথিলতা, বাণিজ্য বৃদ্ধি, করের হার সরলীকরণ এবং দেশের অর্থনীতিতে গতি আনতে জিএসটি সংস্কার আনা হয়েছে। এখন, জিএসটি-র মাত্র দুটি স্ল্যাব থাকবে - ৫ শতাংশ এবং ১৮ শতাংশ, কৃষি-সামগ্রী সস্তা, যানবাহনের দাম এখন কম, দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইলেকট্রনিক পণ্যের দাম কমানো হয়েছে৷ এই জিএসটি স্বস্তি এই উৎসবের মরসুমে 'সাশ্রয়ী উৎসব'-এর মতো, যেখানে দরিদ্র পরিবার, মধ্যবিত্ত পরিবার, নিম্ন-মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ মানুষ দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে অবদান রাখবেন।"

You might also like!