নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর: সমস্ত দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মা দুর্গার কাছে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে নবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী। সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ রাহুল গান্ধী লিখেছেন, সবাইকে জানাই নবরাত্রির শুভেচ্ছা। মা দুর্গার কৃপায় সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক। জয় মাতা দি। উল্লেখ্য, সোমবার সমগ্র দেশে যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে নবরাত্রি। নবরাত্রির প্রথম দিনে মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা।
आप सभी को नवरात्रि के पावन पर्व की हार्दिक शुभकामनाएं। मां दुर्गा की कृपा से आपके जीवन में सदैव सुख, शांति और समृद्धि बनी रहे।
— Rahul Gandhi (@RahulGandhi) September 22, 2025
जय माता दी।