Country

1 hour ago

Himachal Pradesh rains: রাস্তা বন্ধ থাকায় হিমাচলে ভোগান্তি চরমে, পর্যটনেও বিরাট ক্ষতি

Several roads closed in Himachal Pradesh as rain continues
Several roads closed in Himachal Pradesh as rain continues

 

শিমলা, ২২ সেপ্টেম্বর : একের পর এক প্রাকৃতিক দুর্যোগে হিমাচল প্রদেশে এখনও বন্ধ রয়েছে ৩৫-এর বেশি রাস্তা। বহু রাস্তা বন্ধ থাকায় থমকে গিয়েছে যোগাযোগ। রাস্তা বন্ধ থাকায় হিমাচলে ভোগান্তি একেবারেই চরমে, পাশাপাশি পর্যটনেও এবার বিরাট ক্ষতি হয়েছে। মাথায় হোটেল মালিকদের। হিমাচল প্রদেশ জুড়ে দু'টি জাতীয় সড়ক-সহ ৩৭৩টিরও বেশি রাস্তা এখনও বন্ধ রয়েছে, যার ফলে অনেক জায়গায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

এরইমধ্যে বৃষ্টি থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ ও ২৫ সেপ্টেম্বর হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাচল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে বিদায় নিচ্ছে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর বৃষ্টি হলেও, তারপর থেকে শুষ্ক হয়ে উঠবে আবহাওয়া।

You might also like!