Game

2 hours ago

Ballon d’Or 2025: সেরা ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জিতলেন বার্সিলোনার স্প‍্যানিশ ফরোয়ার্ড ইয়ামাল

Spain and Barcelona’s Lamine Yamal and Vicky Lopez, winner of the Kopa Trophy at Ballon d’Or 25
Spain and Barcelona’s Lamine Yamal and Vicky Lopez, winner of the Kopa Trophy at Ballon d’Or 25

 

প্যারিস, ২৩ সেপ্টেম্বর : দুর্দান্ত মরশুম কাটানো ২১ বছরের কম বয়সী লামিনে ইয়ামালের হাতে ধরা দিল সেরা ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি। প্যারিসে সোমবার ব্যালন ডি’অরের জমকালো অনুষ্ঠানে ইয়ামালের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। ২০১৮ সাল থেকে পুরস্কারটি দেওয়া হচ্ছে। প্রথমবার জিতেছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ইয়ামাল প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন দুইবার। এই ফরোয়ার্ড প্রথম এই পুরস্কার জেতেন গত বছর। স্পেন ও বার্সেলোনার হয়ে ইয়ামালের আগে এই পুরস্কার জেতেন পেদ্রি ও গাভি। মেয়েদের মধ‍্যে এই পুরস্কার জিতেছেন বার্সিলোনার আরেক ফরোয়ার্ড ১৯ বছর বয়সী ভিকি লোপেস।

You might also like!