kolkata

1 hour ago

Heavy rain cripples Kolkata: বৃষ্টি দুর্যোগে থমকে ট্রেন পরিষেবা, প্রভাবিত চক্ররেল এবং মেট্রো সেবাও

Heavy Rain Cripples Kolkata Metro Train Services
Heavy Rain Cripples Kolkata Metro Train Services

 

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : কলকাতা এবং শহরতলিতে অবিশ্রান্ত বৃষ্টিতে বিপর্যস্ত রেল পরিষেবা। টানা বৃষ্টির জেরে শিয়ালদহ স্টেশনের কাছে রেললাইনে জল জমে গিয়েছে। তার জেরে মঙ্গলবার সকাল থেকে ব্যাহত ট্রেন চলাচল। লাইনে জল জমে থাকার কারণে চক্ররেলের আপ এবং ডাউন লাইনের পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। একই ভাবে দুর্ভোগের মধ্যে পড়েছেন হাওড়া ডিভিশনের যাত্রীরাও। কলকাতার মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে।

শিয়ালদহ স্টেশনের কাছে রেললাইনে জল জমার কারণে মেন, বনঁগা এবং হাসনাবাদ লাইনের পরিষেবা বিঘ্নিত হয়েছে। অন্যদিকে, লক্ষীকান্তপুর, ডায়মন্ডহারবার ও ক্যানিং শাখায় ট্রেন চলাচল বন্ধ। রেল সূত্রের খবর, পার্ক সার্কাস লাইনেও জল জমেছে। টানা বৃষ্টিতে নাকাল হাওড়া ডিভিশনের ট্রেনযাত্রীরাও। তারকেশ্বর এবং বর্ধমান মেন লাইনের ট্রেন পরিষেবা অনিয়মিত। বিঘ্নিত মেট্রো পরিষেবাও। কলকাতা মেট্রোর ব্লু লাইনে মহানায়ক উত্তম কুমার এবং রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝে জল জমে গিয়েছে। সেই কারণে আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

You might also like!