নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও সেবা পক্ষওয়াড়ার সূচনায় বুধবার রক্তদান করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষ্যে বুধবার থেকে শুরু হয়েছে ১৫ দিনের সেবা পক্ষওয়াড়া, এই অভিযানের আওতায় রক্তদান করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, "প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন এবং সেবা পক্ষওয়াড়া শুরু হয়েছে রক্তদান শিবিরের মাধ্যমে। দিল্লি সরকারের সংকল্প হল, আমাদের রক্তের প্রতিটি ফোঁটা দেশের জন্য। ১৫ দিনের সেবা পক্ষওয়াড়া চলাকালীন, আমরা প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষ্যে দিল্লির জনগণকে ৭৫টি নতুন প্রকল্প দেব।"