আলীগড়, ২৩ সেপ্টেম্বর : উত্তর প্রদেশের আলীগড় জেলায় গাড়ি ও ট্যাঙ্কারের সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। মঙ্গলবার সকালে জাতীয় সড়কের ওপর একটি গাড়ি ও ট্যাঙ্কারের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের পর ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়, চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। দুর্ঘটনার পর বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হন। দমকল পৌঁছে আগুন আয়ত্তে আনে। দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর বিষয়ে গ্রামীণ পুলিশ সুপার অমৃত জৈন বলেন, "আমরা খবর পেয়েছি, গোপী পুলে দু'টি গাড়ির সংঘর্ষ হয়েছে। এরপর দু'টি গাড়িতেই আগুন লেগেছে। পুলিশ, দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন।"