kolkata

1 hour ago

Heavy rain in Kolkata: প্রবল বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৭, বিমানবন্দরে স্বাভাবিক পরিষেবা

7 people die in Kolkata after being electrocuted in a flooded area
7 people die in Kolkata after being electrocuted in a flooded area

 

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : ভারী বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন, এরইমধ্যে ঘটে গেল অঘটন। কালিকাপুর, গড়িয়াহাট, বেনিয়াপুকুর ও নেতাজী নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  সূত্রের খবর, নেতাজী নগরে একজন সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। জমা জলের মধ্যে সাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বিদ্যুতের খুঁটি ধরতে যান। সেই সময়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়ে বলে জানা গিয়েছে।   কলকাতা বিমানবন্দরে আপাতত বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে। জানা গিয়েছে, পরিষেবা স্বাভাবিক থাকলেও ডিসপ্লে বোর্ড সকাল থেকে কাজ করছে না। বেশ কিছুজন যাত্রী ফ্লাইটও মিস করেছেন বলে শোনা যাচ্ছে। হলদিরামের কাছেও প্রচুর জল জমে রয়েছে।

You might also like!