West Bengal

1 hour ago

North Bengal News : পেনশনের টাকা না পেয়ে মর্মান্তিক হত্যাকাণ্ড,মাকে খুনের অপরাধে ছেলের যাবজ্জীবন সাজা!

Jalpaiguri District & Sessions Court
Jalpaiguri District & Sessions Court

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পেনশনের টাকা না পাওয়ায় রাগে মাকে নৃশংসভাবে খুন করে ছেলে। সেই মর্মান্তিক ঘটনার দুই বছর পর, সমস্ত সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে জলপাইগুড়ি আদালত অভিযুক্ত ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। গত ২০২৩ সালের মে মাসে শ্রমিক আবাসনে খুন হন অবসরপ্রাপ্ত চা শ্রমিক শিদনি পান্না। ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের বিঘা লাইনের বাসিন্দা তিনি। বৃদ্ধার দুই ছেলে। তবে ছোট ছেলের সঙ্গেই থাকতেন ওই বৃদ্ধা। অভিযোগ, ঘটনার দিন ছোট ছেলের অনুপস্থিতিতে বড় ছেলে বিজয় পান্না শিদনি পান্নাকে নৃশংসভাবে খুন করে বলে অভিযোগ। এরপরেই ছোট ছেলের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বড় ছেলে বিজয় পান্নাকে গ্রেফতার করে পুলিশ।জলপাইগুড়ি আদালতের সহকারী সরকারি আইনজীবী শুভঙ্কর চন্দ বলেন, ”১০ জনের সাক্ষ্য এবং একাধিক প্রমাণের ভিত্তিতে এদিন বিচারক অভিযুক্ত বিজয় পান্নাকে যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত করেছেন।” পাশাপাশি অভিযুক্তকে কুড়ি হাজার টাকা জরিমানাও করেছেন বিচারক।

You might also like!