Country

1 hour ago

Heavy Rains In Himachal Pradesh: ৬০০-র বেশি রাস্তা বন্ধ, বৃষ্টিতে বেহাল অবস্থা হিমাচল প্রদেশে

Heavy rain likely to continue in Himachal
Heavy rain likely to continue in Himachal

 

শিমলা, ১৯ সেপ্টেম্বর : প্রায় ৬০০-র বেশি রাস্তা বন্ধ রয়েছে হিমাচল প্রদেশে। বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে এবার বিপর্যস্ত হিমাচল প্রদেশ। বৃষ্টি অবশ্য এখনই থামার কোনও লক্ষণ নেই। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হিমাচলে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত বৃষ্টি ও দুর্যোগে দু'টি জাতীয় সড়ক-সহ ৬০৬টি রাস্তা বন্ধ রয়েছে। মোট ৬০৬টি রাস্তার মধ্যে, কুল্লু জেলায় ৩ নম্বর জাতীয় সড়ক-সহ প্রায় ২০৩টি এবং মান্ডিতে ১৯৮টি রাস্তা বন্ধ রয়েছে। একইভাবে শিমলায় ৫১টি, কাংড়ায় ৪০টি, বিলাসপুরে ২৭টি, সিরমৌর ও চাম্বায় ২৪টি করে, সোলানে ১৮টি, উনায় ৫০৩-এ জাতীয় সড়ক-সহ ১৪টি, হামিরপুরে পাঁচটি এবং কিন্নৌরে দু'টি রাস্তা অবরুদ্ধ রয়েছে।

You might also like!