কলকাতা, ২২ সেপ্টেম্বর : কমবেশি বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টি হচ্ছে ঠিকই, আবার ভ্যাপসা গরমও অনুভূত হচ্ছে। সোমবার সকাল থেকেই শহর ও শহরতলির আকাশ মেঘাচ্ছন্ন। হালকা বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি আগের চেয়ে কমেছে। তবে এখনই আবহাওয়া শুকনো হচ্ছে না। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর থেকে আগেই জানানো হয়েছে, ষষ্ঠীর দু’দিন আগে অর্থাৎ চলতি সপ্তাহেই বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ক্রমে তা গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। ফলে দুর্গাপুজোতেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি বেশি হতে পারে পুজোর শেষ দিকে। নিম্নচাপের ভ্রুকুটিতে এখন দুশ্চিন্তা পুজো দিনগুলি নিয়ে।