Life Style News

3 hours ago

Travel Guide: পুজোয় বেড়াতে গিয়ে ট্রলি লক? চিন্তা নয়, সহজ টিপসেই খুলে ফেলুন ট্রলি!

Smart luggages
Smart luggages

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ঢাকে কাঠি পড়ল বলে! পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বহু বাঙালিরই থাকে। তাতে অনেকেরই সঙ্গী হয় ট্রলি ব্যাগ। কিন্তু এর লক আটকে গেলে বা পাসওয়ার্ড কম্বিনেশন ভুলে গেলে পুরো সফরটাই মাটি হয়ে যেতে পারে। এই অপ্রত্যাশিত ঝঞ্ঝাট এড়াতে কিছু সহজ উপায় মাথায় রাখা জরুরি।

১. আতঙ্কিত হবেন না, শান্ত থাকুন: প্রথমেই আতঙ্কিত হবেন না। ট্রলি ব্যাগের লক এমন ভাবে তৈরি করা হয়, যাতে এটি সহজে খোলা যায়। তাই একটু চেষ্টা করলেই সমাধান সম্ভব।

২. পাসওয়ার্ড মনে করার চেষ্টা করুন: লক খোলার আগে আর এক বার পাসওয়ার্ড মনে করার চেষ্টা করুন। অনেক সময়ে তাড়াহুড়োর মধ্যে ভুল পাসওয়ার্ড দিয়ে লক করার কারণে সেটি আটকে যেতে পারে।

৩. ট্রলির মডেল ও কোম্পানি খুঁজুন: যদি পাসওয়ার্ড মনে না পড়ে, তা হলে ট্রলি ব্যাগের মডেল এবং কোম্পানির নাম খুঁজে দেখুন। অনলাইন আলোচনায় বা সংস্থার ওয়েবসাইটে প্রায়শই লক খোলার সহজ উপায় দেওয়া থাকে। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সিকিউরিটি কোড দিয়েও লক খোলা যায়।

৪. ইউটিউব ভিডিয়ো বা অনলাইন টিউটোরিয়াল দেখুন: যদি আপনি টেকনিক্যাল বিষয়ে খুব বেশি না জানেন, তবে ইউটিউবে অসংখ্য ভিডিয়ো আছে, যা আপনাকে ট্রলি ব্যাগের লক খোলার উপায় দেখাবে। বেশির ভাগ ক্ষেত্রে ছোট স্ক্রু-ড্রাইভার বা পিন ব্যবহার করে লক খোলা সম্ভব।

৫. পিন বা সূচের সাহায্যে লক খোলা: ট্রলির তিনটি সংখ্যার লকের ঠিক নীচে একটি ছোট ফুটো বা রিসেট বাটন থাকে। প্রথমে পিন বা সূচ দিয়ে সেই বোতামে চাপ দিন। এ বার সংখ্যাগুলি ঘুরিয়ে শূন্য বা মাঝের সংখ্যাটি দিয়ে লক খোলার চেষ্টা করুন।

৬. চাবি ব্যবহার: কিছু ট্রলি ব্যাগে চাবি দিয়ে খোলার ব্যবস্থা থাকে। যদি আপনার ট্রলিতে সেই ব্যবস্থা থাকে, তবে চাবিটি ব্যবহার করে লক খোলার চেষ্টা করুন।

৭. পেশাদারদের সাহায্য নিন: যদি এই সব রাস্তাই ব্যর্থ হয়, তবে পেশাদারদের সাহায্য নেওয়া উচিত। যে কোনও বড় শপিং মল বা ট্রলি ব্যাগ মেরামতির দোকানে যেতে পারেন।

You might also like!