West Bengal

1 hour ago

Abhishek Banerjee:‘দেবীপক্ষের আগমনী বার্তা’— নবরাত্রির শুভেচ্ছা জানালেন অভিষেক

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নবরাত্রির প্রথম দিনে, প্রতিপদে, দেবীপক্ষের আগমনকে উদযাপন করে নারীশক্তির জাগরণের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শহরের একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন সম্পন্ন হয়েছে, যেখানে রবিবার রাত থেকেই উৎসবমুখর ভিড় লক্ষ্য করা গেছে।

সোশ্যাল মিডিয়ায় অভিষেক লিখেছেন, ”এই উৎসব হল শক্তির আরাধনা। স্বর্গীয় নারীশক্তির যে অসীম ক্ষমতা, তারই উদযাপন এই উৎসব। এটাই স্মরণ করিয়ে দেওয়া যে সত্যি, সাহস আর সততা সবসময় অন্ধকারের উর্ধ্বে জাগরিত হয়।” তিনি আরও লিখেছেন, ”মা দুর্গার শক্তিতে সব ছায়া মুছে যাক। শান্তি, সমৃদ্ধি আর ন্যয়বিচারের পথে আমাদের এগিয়ে নিয়ে যাক।”

নবরাত্রিতে শুভেচ্ছাবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। একইসঙ্গে প্রতিপদের শুভেচ্ছাবার্তাও দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘শরৎ আকাশে নীল গগনে/মা আসছেন দুর্গা অঙ্গনে।’

সেই সঙ্গে নিজের তৈরি নতুন একটি গানও তিনি শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডলে। গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। ইতিমধ্যে হাজার হাজার মানুষ শুনে ফেলেছেন মুখ্যমন্ত্রীর কথা ও সুর করা গানটি। বলে রাখা প্রয়োজন, প্রতি বছর পুজোয় মুখ্যমন্ত্রীর গান প্রকাশিত হয়। এবছর তিনি বেশ কয়েকটি পুজোর গান রচনা করেছেন। সেসব গেয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তীদের মতো স্বনামধন্য শিল্পীরা। তারই একটি গান আজ এক্স হ্যান্ডলে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।

You might also like!