সুজিত দত্ত, বর্ধমানঃ আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে ৫০০০ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। শনিবার বিকালে জামালপুর বাসস্ট্যান্ডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্লকের ১৩টি অঞ্চল থেকে প্রায় পাঁচ হাজার মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রীতি উপহার গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার, জেলা পরিষদের মেন্টর মহম্মদ ইসমাইল, জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, বর্ধমান-দক্ষিণের বিধায়ক অলক কুমার মাঝি, সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, জেলা সভানেত্রী নীলা মুন্সী, দেবু টুডু, তারক টুডু, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, বিডিও পার্থ সারথী দে, বিডিও রাহুল বিশ্বাস, পুলিশের সি আই বিশ্বজিৎ মন্ডল, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ সহ এলাকার প্রধান-উপপ্রধান ও দলীয় শাখা সংগঠনের সভাপতি-অঞ্চল সভাপতিরা।
জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটি দীর্ঘদিন ধরেই নানা সামাজিক কাজে সক্রিয়। করোনা কালে তারা হাজার হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছে। মহিলাদের জন্য টানা সাতদিনের রক্তদান শিবির করেছে। রমজান মাসে প্রায় পাঁচ হাজার মানুষকে ইফতার করিয়েছে। প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও তুলে দিয়েছে গরিব মানুষের হাতে।
মহকুমা শাসক বুদ্ধদেব পান তাঁর বক্তৃতায় বলেন, “শুধু এই বস্ত্রদান নয়, ব্লকের যেকোনো সমস্যায় বিশেষ করে বন্যার সময় মেহেমুদ খাঁন যেভাবে প্রশাসনের পাশে দাঁড়ান, তার তুলনা নেই।” যুব সভাপতি রাসবিহারী হালদার বলেন, “মেহেমুদ খাঁন সারা বছর ধরেই সমাজসেবামূলক কাজ করে চলেন। আমরা তাকে বিশেষ ধন্যবাদ জানাই।” ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ এলাকাবাসীর কাছে আহ্বান জানান, তারা যেন এই সমাজসেবকের পাশে থাকেন।
অনুষ্ঠানের হোতা ও নাগরিক জনকল্যাণ সোসাইটির সভাপতি মেহেমুদ খাঁন বলেন, “আমি ধন্য যে আমার হাত থেকে মানুষ এই প্রীতি উপহার গ্রহণ করেছেন। উপরওয়ালা আমাকে দিয়ে এই কাজ করিয়ে নিচ্ছেন। যারা নেপথ্যে থেকে আমাকে সাহায্য করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই।” তিনি আগাম দুর্গাপূজার শুভেচ্ছাও জানান।