kolkata

1 hour ago

Kolkata Fire: বৃষ্টিবিধ্বস্ত শহরে অগ্নিকাণ্ডে—ম্যান্ডেভিলা গার্ডেনস ছুটে গেলেন ফিরহাদ!

Kolkata Mandevilla Gardens Fire
Kolkata Mandevilla Gardens Fire

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:মেঘভাঙা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, পরিস্থিতি সামাল দিতে নিরলসভাবে কাজ করছেন পুরকর্মীরা। মাঠে নেমেছেন পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নিজেও। এই দুর্যোগের মধ্যেই খাস কলকাতার ম্যান্ডেভিলা গার্ডেনস এলাকার একটি দোকানে লাগে বিধ্বংসী আগুন। দাউদাউ করে জ্বলতে থাকে লেলিহান শিখা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ফিরহাদ হাকিম এবং কথা বলেন দমকল আধিকারিকদের সঙ্গে। তবে টানা বৃষ্টি ও জলজটে দমকলের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে,আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেশ বেগ পেতে হয়। 

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ম্যান্ডেভিলা গার্ডেনসের বাজারের একটি দোকানে আগুন দেখা যায়। মুহুর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর দেওয়া হয় দমকলে। তবে ইঞ্জিন পৌঁছনোর আগেই পাশের আরেকটি দোকানেও ছড়িয়ে পড়ে আগুন। একে একে পৌঁছয় দমকলের ৪ টি ইঞ্জিন। ছুটে যান ফিরহাদ হাকিম। দমকল কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। পরিস্থিতির খোঁজ নেন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। তবে বেশ কয়েকঘণ্টার চেষ্টায় আয়ত্তে আসে আগুন। প্রাথমিকভাবে দমকল কর্মীদের ধারণা, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্ভবত শর্ট সার্কিট থেকে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এদিনের এই আগুনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তাও এখনও পরিষ্কার নয়।

You might also like!