কলকাতা, ২৩ সেপ্টেম্বর : নজিরবিহীন ও রেকর্ড বৃষ্টিতে ভাসছে মহানগরী কলকাতা। উত্তর থেকে দক্ষিণ - কলকাতার সর্বত্রই জলমগ্ন। মঙ্গলবার সকালে কলকাতার পৌর নিগমের কন্ট্রোল রুম থেকে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। প্রবল বৃষ্টিতে ভাসছে চেতলাও। যে চেতলার বাসিন্দা কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম। সোমবার রাত থেকে টানা পাঁচ ঘণ্টা যে প্রবল এবং বেনজির বর্ষণ হয়েছে, তার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ কলকাতায়। বস্তুত, দক্ষিণ কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি। তার মধ্যে চেতলায়, মেয়রের পাড়ায় বৃষ্টি হয়েছে ২৬২ মিলিমিটার।