ওদালগুড়ি (অসম), ১৮ সেপ্টেম্বর : ‘বডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিওন’ (বিটিআর)-এর নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক প্রচারণা তীব্র হচ্ছে। এরই মধ্যে কংগ্রেসের প্রচার-গানকে কেন্দ্র করে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। রাজ্যের বহু দফতরের মন্ত্রী তথা বিজেপি নেতা তথা ওদালগুড়ি জেলার অভিভাবক মন্ত্রী, পীযূষ হাজরিকার অভিযোগ, কংগ্রেস তাদের নির্বাচনী প্রচারে ‘মিয়াঁ গান’ (অসমে অভিবাসী মুসলমানদের মিয়াঁ বলা হয়) ব্যবহার করছে। ‘মিয়াঁ গান’ ব্যবহারের অভিযোগ তুলে কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেছেন হাজরিকা।
আজ বৃহস্পতিবার জেলার বিভিন্ন নির্বাচনী প্রচার সমাবেশে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকা বলেন, গণতন্ত্র একটি একক সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না, সকলরে প্রতিনিধিত্ব করে। উদ্বেগ ব্যক্ত করে তিনি বলেন, ‘কংগ্রেস বিটিআর-এ এমন গান ব্যবহার করে প্রচার করার চেষ্টা করছে যাতে, অসমিয়া, বড়ো, আদিবাসী, এমন-কি বাঙালি সংস্কৃতিকে প্রতিফলিত করে না। এ সব গান সীমান্তের ওপার থেকে ধার করার।’
এই পদক্ষেপের পেছনে অভিপ্রায় নিয়ে প্রশ্ন তুলে পীযূষ বলেন, ‘এই পদক্ষেপ অসমের সাংস্কৃতিক পরিচয়কে ক্ষুণ্ন করার চেষ্টা মাত্র। অসম, বিটাআর এবং ভারতের জনগণ আমাদের সংস্কৃতির ওপর এই আক্রমণ কখনও মেনে নেবে না।’ ভোটারদের কাছে ভোটাধিকার প্রয়োগের সময় তাঁদের ঐতিহ্য, সংস্কৃতি সমুন্নত রাখার আহ্বান জানান মন্ত্রী হাজরিকা।
বিজেপি নেতা হাজারিকার আরও অভিযোগ, বিরোধীরা উন্নয়ন, শাসন এবং স্থানীয় সম্প্রদায়ের কল্যাণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোযোগ দেওয়ার পরিবর্তে সাংস্কৃতিক কৌশল অবলম্বন করছে। রাজনৈতিক কারণে একটি বিশেষ গোষ্ঠীকে আধিপত্য করতে না দিয়ে গণতন্ত্রকে প্রতিটি সম্প্রদায়কে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, আগামী ২২ সেপ্টেম্বর বিটিআর-এর নির্বাচন, ভোট গণনা ও ফলাফল ঘোষণা ২৬ সেপ্টেম্বর।