দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এবারের পুজোর ছবি ‘রক্তবীজ ২’—একটি অ্যাকশন থ্রিলার—বলা বাহুল্য,দর্শকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এই ছবি জুড়ে। আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে অত্যন্ত প্রত্যাশিত ছবি ‘রক্তবীজ ২’। এর আগে ছবির বিভিন্ন প্রচার ঝলক ধীরে ধীরে প্রকাশ করা হয়েছিল। এবার প্রকাশ্যে এল ‘রক্তবীজ ২’-এর বহু প্রতীক্ষিত ট্রেলার।
ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা। মিমি ও আবির অপরাধী মুনিরকে খুঁজে বের করতে তৎপর। ঠিক এর আগে ‘রক্তবীজ’-এর হাত ধরে যে টানটান উত্তেজনা বজায় ছিল ঠিক তারই রেশ রেখে গেল এবার ‘রক্তবীজ ২’র ট্রেলার। সঙ্গে আরও একবার নজর কেড়েছে সমুদ্রতটে নীল বিকিনিতে মিমি। সঙ্গে রয়েছে নুসরত, অঙ্কুশ ও কৌশানীর ঝলক। খলনায়ক অঙ্কুশ নজর কেড়েছেন ট্রেলারে। আবির-অঙ্কুশের অ্যাকশন রীতিমতো চোখের পলক পড়তে দেয় না। কেউ কাউকে সূচাগ্র মেদিনী ছাড়তে রাজি নয়। এর আগে ‘রক্তবীজ’ ছবির গল্প আবর্তিত হয়েছিল ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় তাঁকে দেখেছিলেন দর্শক। এবারও এই ছবিতে তাঁর উজ্জ্বল উপস্থিতি। সঙ্গে সংযুক্ত হয়েছেন অভিনেত্রী সীমা বিশ্বাস। সুলতানা রহমান চরিত্রে কয়েক ঝলকে নজর কেড়েছেন তিনিও। শেখ হাসিনার আদলে নির্মিত এই চরিত্রে সীমা বিশ্বাস বরাবরের মতোই স্বকীয়। একইসঙ্গে ছবির ট্রেলারে ফুটে উঠেছে ভারত-বাংলাদেশের বর্তমান সম্পর্ক, রাজনৈতিক প্রেক্ষাপট। রোদচশমায় আলাদা করে নজর কাড়লেন আবির। তাঁকে এবার যেন অ্যাকশন হিরো হিসাবে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক। অপেক্ষার আর কয়েকদিন। ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই পুজোর ছবি ‘রক্তবীজ ২’।
একই সঙ্গে ট্রেলারে উঠে এসেছে ভারত ও বাংলাদেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক এবং সন্ত্রাস দমনে দুই দেশের তৎপরতা। তাছাড়া, আবির ও মিমির রোম্যান্সের ঝলকও দর্শকদের নজর কাড়বে—আগের ছবিতে তাদের মধ্যে কোনও প্রেমের মুহূর্ত দেখা যায়নি, তাই এ ছবিতে এটি এক ধরনের উপরি পাওনা হিসেবে ধরাই যায়। ট্রেলারের শেষে দ্বিজেন্দ্রগীতি, সবমিলিয়ে যেন এক আলাদা আমেজ তৈরি হতে চলেছে এই পুজোয় প্রেক্ষাগৃহে ‘রক্তবীজ ২’ ছবির হাত ধরে। উল্লেখ্য, প্রথম ছবিতে খাগড়াগড় বিস্ফোরণের প্রেক্ষাপট ব্যবহার করা হয়েছিল। এবার নন্দিতা-শিবপ্রসাদের ক্যামেরায় ফুটে উঠবে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। জানা যায়, নড়াইলের ভদ্রবিলার চাঁচড়া গ্রামের ঘোষবাড়ি, রাধা-গোবিন্দ মন্দির, ঘাটবাঁধানো পুকুর ও বড় দালান—এসব পরিবেশে প্রণবের স্ত্রী শুভ্রাদেবীর শৈশবের পাঁচ বছর কেটেছিল। সেই সময়কার জামাই আপ্যায়নের দৃশ্যও ছবিতে দেখানো হবে। গল্পে বাংলাদেশের পদ্মাপাড়ের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রণবের সাক্ষাৎ এবং ‘ভিলেন মুনিরে’-এর উল্লেখ আগেই ট্রেলারের বিভিন্ন ঝলকে দেখা গেছে। এবার বড়পর্দায় পুরো গল্প উপভোগ করার অপেক্ষা।