লিভারপুল, ১৫ সেপ্টেম্বর : রবিবার টার্ফ মুরে প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিক বার্নলির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে লিভারপুল। ম্যাচের ৯৫ মিনিটে স্পটকিক থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন মোহামেদ সালাহ।
কষ্টার্জিত এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। এদিন ম্যাচের ৮০ শতাংশ সময় বল দখলে রেখেছিল লিভারপুল। গোলের জন্য ২৭টি শট নিলেও মাত্র ৪টি শট লক্ষ্যে রাখতে পারে লিভারপুল। আর বার্নলি ৩টি শট নিলেও কোনওটিই লক্ষ্যে রাখতে পারেনি।