দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রবল দুর্যোগের কারণে রাজ্যে এগিয়ে এল পুজোর ছুটি। সমস্ত সরকারি স্কুলগুলিতে মঙ্গলবার থেকেই পুজোর ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সংবাদমাধ্যমকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, ”আমি শিক্ষাদপ্তরকে বলেছি, আজ থেকেই সমস্ত স্কুলগুলোকে ছুটি ঘোষণা করে দিক। আর অন্যান্য স্কুল, যারা কেন্দ্রীয় সরকারের আওতাধীন, তারা তো আমাদের কথা শোনে না। তবু আমি তাদের কাছে অনুরোধ করেছি যে, দু’দিন স্কুল ছুটি দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হোক। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে যদি ক্লাস করাতে হয়, তাহলে যেন অনলাইনে ক্লাস হয়। কোভিডের সময় যেমন হচ্ছিল।”
আগামী রবিবার ষষ্ঠী। ওইদিন থেকে এবছরের দুর্গাপুজো। সাধারণত চতুর্থী থেকে ছুটি পড়ে যায় সরকারি স্কুলগুলিতে। কিন্তু সোমবার রাত থেকে টানা এত পরিমাণ বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত নগরজীবন। এই পরিস্থিতিতে বাড়ির বাইরে ছোট, বড় কেউই নিরাপদ নয়। সেকথা মাথায় রেখে এদিন মুখ্যমন্ত্রী সরকারি স্কুলগুলিতে আগাম ছুটি ঘোষণা করেছেন। অর্থাৎ দ্বিতীয়া থেকেই এবার হিসেবমতো ছুটি পড়ে গেল। তবে তাতে খুব একটা খুশি হওয়ার উপায় নেই। কারণ, চারপাশে পরিবেশ অত্যন্ত দুর্যোগপূর্ণ। মঙ্গলবার বেসরকারি স্কুলগুলিও ছুটি ঘোষণা করেছে। কিন্তু মুখ্যমন্ত্রীর কথায়, ”শুধু আজ ছুটি দিলে হবে না। আগামিকালও (বুধবার) এমন দুর্যোগ থাকবে। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে অন্তত দুটো দিন ছুটি দিন। বাচ্চারা নইলে সমস্যায় পড়বে।”
এই বিপদ কাটতে না কাটতেই হাওয়া অফিসের পূর্বাভাস, আবার একটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে। ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে শহর ফের জলমগ্ন হয়ে পড়তে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মহালয়া থেকে গঙ্গায় জোয়ার চলছে, ফলে জল বেরোনোর কোনও পথ নেই। এমন পরিস্থিতিতে শহরবাসীকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি।
এক অভূতপূর্ব দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যে। মাননীয়া মুখ্যমন্ত্রীর উপদেশে এই দুর্যোগে ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে এবং দুর্ঘটনা থেকে রক্ষা করতে আগামী কাল এবং পরশু, অর্থাৎ ২৪ এবং ২৫ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত বিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত…
— Bratya Basu (@basu_bratya) September 23, 2025