কলকাতা, ২৫ আগস্ট : গণেশ চতুর্থীর আর হাতেগোনা আর মাত্র কয়েকদিন বাকি। বছর ছয়েক আগেও কলকাতায় গণেশপুজো নিয়ে তেমন উন্মাদনা চোখে পড়ত না। তবে এখন অবশ্য গোটা শহরের ভোলই বদলে গিয়েছে। শুধু কলকাতা নয়, জেলায় জেলায় গণেশ পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে।
বারো মাসে তেরোর সঙ্গে এখন আর এক পার্বণ যোগ হয়েছে। পাড়ায় পাড়ায় এখনই গণেশ পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ঘরে ঘরে বাপ্পাকে নিয়ে আসার তোড়জোড়ও তুঙ্গে। গণেশের মূর্তিও বিক্রি হওয়া শুরু হয়ে গিয়েছে। দেবাদিদেব মহাদেব ও দেবী গৌরীর পুত্র হলেন শ্রীগণেশ। শাস্ত্রমতে, সৌভাগ্য, সমৃদ্ধি এবং বুদ্ধির দেবতা হলেন শ্রীগণেশ। প্রভু গণেশের আশীর্বাদে সকল কাজে সফলতা এবং সিদ্ধি প্রাপ্ত হয়।
স্কন্দপুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি হল সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি। এই দিন গজানন আশীর্বাদদানের উদ্দেশ্যে মর্ত্যে আগমন করেন বলে বিশ্বাস করা হয়। ভক্তিভরে উপাসনা করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে কর্মে সফলতা প্রাপ্তি হয়। আগামী ২৭ আগস্ট, বুধবার শ্রীশ্রী গণেশ চতুর্থী।