Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

kolkata

1 year ago

Dilip Ghosh: 'কালীঘাট পর্যন্ত গেছে', সন্দেশখালি নিয়ে কী বললেন দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসন্দেশখালির দুর্নীতির টাকা কালীঘাটেও গেছে। মঙ্গলবার সকালে চা চক্রে এমনই বললেন দিলীপ ঘোষ। এদিন সন্দেশখালি নিয়ে প্রশ্ন করা হয় বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে। তিনি বলেন, "অনেক মন্ত্রীর কাছে গেছে টাকা। অনেক এমএলএ, এমপির কাছে গেছে। কালীঘাট পর্যন্ত গেছে। টাকার কোনও সীমা নেই। কার কাছে গেছে তার তালিকা এখনও আসেনি। সব আসবে। চিন্তা করার প্রয়োজন নেই।"

মঙ্গলবার বর্ধমানে চা চক্রে বর্ধমানের বহিষ্কৃত বিজেপি নেতা শ্যামল রায়কে পাশে বসিয়ে বৈঠক করেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপের সাফাই, "এটা দিলীপের ঘোষের প্রোগ্রাম। এসি ঘরে বসে থাকলে হবে না। রাস্তায় নামতে হবে, এসি ঘরে বসে থাকলে হবে না। দিলীপ ঘোষ রাস্তায় থাকে।" এদিন দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণ ও চা চক্রের দায়িত্বে ছিলেন শ্যামল রায়। ইছলাবাদ ইয়ুথ ক্লাবের মাঠে দিলীপ ঘোষ যান। তাঁর হাতে হকি স্টিক তুলে দেন শ্য়ামল রায়।


You might also like!