kolkata

3 hours ago

Kolkata Water Logging: কলকাতার বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন, জমা জলে দুর্ভোগ চলছেই

Vast areas of Kolkata are still under water
Vast areas of Kolkata are still under water

 

কলকাতা, ২৪ সেপ্টেম্বর : জলযন্ত্রণা থেকে বুধবারও সম্পূর্ণ নিস্তার পেল না কলকাতা। উত্তর ও দক্ষিণ কলকাতার বহু এলাকা এখনও জলমগ্ন। বালিগঞ্জ ফাঁড়িতে এখনও হাঁটুর কাছাকাছি জল জমে আছে। এ ছাড়াও পাটুলির একাংশ, গড়িয়া, নিউ গড়িয়া, সন্তোষপুর এভিনিউ, পার্ক সার্কাসের একাংশ এবং আরও বহু এলাকা এখনও জলে ডুবে।

মঙ্গলবার দুপুরের পর থেকে কলকাতায় সেভাবে বৃষ্টি হয়নি। তা সত্ত্বেও জলযন্ত্রণা থেকে এখনও পুরোপুরি নিস্তার পেল না কলকাতা। কলকাতার উত্তর থেকে দক্ষিণ— বিভিন্ন জায়গায় এখনও জল জমে রয়েছে। কোথাও গোড়ালি সমান কোথাও তার চেয়ে কিছু বেশি। সেই জমে থাকা জলেই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষজনকে।

বুধবার সকালে কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, রাজা রামমোহন সরণি, কেশব সেন স্ট্রিট, আনন্দ পালিত রোড, বালিগঞ্জ ফাঁড়ি, ভিআইপি বাজার, নিউ গড়িয়া আবাসন, টেগোর পার্ক-সহ বিভিন্ন জায়গায় এখনও রাস্তায় জল জমে আছে।

You might also like!