Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

kolkata

3 hours ago

Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Bengal chief minister Mamata Banerjee
Bengal chief minister Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের জন্য বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়াও, যদি সিইএসসি (CESC) মৃতদের পরিবারের কোনো সদস্যকে চাকরি না দেয়, তাহলে সেই পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

টানা বৃষ্টির কারণে জলমগ্ন কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই দুঃখ প্রকাশ করেছিলেন। বুধবার সকালে তিনি এক মৃতের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। এরপর দুপুরে ভবানীপুরে একটি পূজার উদ্বোধনে গিয়ে তিনি মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেন।তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। একই সাথে তিনি বলেন, "আমি সিইএসসিকে মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা বলেছি, কিন্তু তারা যদি তা না দেয়, তবে রাজ্য সরকার থেকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে।" এছাড়াও, মুখ্যমন্ত্রী সিইএসসিকে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা আবারও বলেন।

কলকাতার জলমগ্ন পরিস্থিতি নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পরিস্থিতি অনেকটাই আয়ত্তে এসেছে। অধিকাংশ এলাকার জল নেমে গিয়েছে। নিচু এলাকার কোথাও কোথাও এখনও জল রয়েছে। তা দ্রুত মিটে যাবে।” এরপরই ফের কেন্দ্রকে নিশানা করেন তিনি। বলেন, “ডিভিসি, মাইথন, ফরাক্কা ব্য়ারাজের জল ছেড়ে দেয়। এদিকে গঙ্গায় জোয়ার। তবে পুরসভা খুব ভালো কাজ করেছেন।”  প্রসঙ্গত, দ্বিতীয়ায় বৃষ্টির কারণে কলকাতার পুজো উদ্বোধন স্থগিত রেখেছিলেন মুখ্যমন্ত্রী। তৃতীয়ায় ৪০ টি পুজোর উদ্বোধন করবেন তিনি।

You might also like!