কলকাতা, ২৪ সেপ্টেম্বর : চেনা ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে কল্লোলিনী কলকাতা। শহরের কিছু অংশে যান চলাচল স্বাভাবিক হলেও অনেক সড়কই এখনও জলের তলায়। ইএম বাইপাস, রবীন্দ্র সরণি, আলিপুর রোড, লেনিন সরণি, মহাত্মা গান্ধী রোড, সিআর অ্যাভিনিউ, এটিএম রোডে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মা উড়ালপুল, এজেসি উড়ালপুল, দ্বিতীয় হুগলি সেতুর কলকাতামুখী রাস্তাতেও সকাল থেকে যান চলাচল স্বাভাবিক। সোমবার রাতভর বৃষ্টির পরে মঙ্গলবার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট জলমগ্ন হয়ে পড়েছিল। বুধবার সকালে রাস্তার ওই অংশে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়েও যান চলাচল মোটামোটি স্বাভাবিক রয়েছে। তবে ঠনঠনিয়া কালীবাড়ি সংলগ্ন রাস্তা, আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিটের একটি অংশ এখনও জল জমে রয়েছে। কাঁকুরগাছি আন্ডারপাস-সহ বেশ কয়েকটি আন্ডারপাসে এখনও জল জমে রয়েছে।