শিমলা, ২১ সেপ্টেম্বর : হিমাচল প্রদেশের ওপর থেকে দুর্যোগ কাটছেই না। আগামী ২৪ সেপ্টেম্বর, বুধবার থেকে ফের বৃষ্টি শুরু হতে পারে হিমাচল প্রদেশে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় নতুন করে ফের বৃষ্টি শুরু হতে পারে। রবিবারও হিমাচল প্রদেশের অনেক জায়গায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। দু'টি জাতীয় সড়ক-সহ প্রায় ৩৭৫টি রাস্তা এখনও অবরুদ্ধ রয়েছে, এই রাস্তাগুলি মুষলধারে বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মান্ডিতে সর্বাধিক ১২৮টি রাস্তা অবরুদ্ধ রয়েছে, তারপরে কুল্লুতে ১১০, কাংড়ায় ৩৪ এবং শিমলায় ২৫টি রাস্তা বন্ধ রয়েছে।