Business

1 hour ago

ITR Filieing: সময়সীমা বাড়ল আয়কর রিটার্নের, করদাতাদের সুবিধার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত

ITR Filing 2025
ITR Filing 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:করদাতাদের সুবিধার কথা মাথায় রেখে আয়কর দফতর একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫-২০২৬ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ সেপ্টেম্বর। তবে সেই সময়সীমা একদিন বাড়িয়ে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। ফলে, সাধারণ করদাতারা আরও একদিন সময় পেলেন রিটার্ন দাখিল করার জন্য।

জানা গিয়েছে, সোমবার এই বছরের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও সেদিন প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে পোর্টালে। সেকারণে ফাইলিং প্রক্রিয়া ব্যাহত হয়েছিল। প্রযুক্তিগত কারণে যেহেতু আয়কর রিটার্ন ফাইল করতে ভোগান্তি হয়েছে আমজনতার, সেই বিষয়টি বিবেচনা করেই একদিনের জন্য রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। ১৬ সেপ্টেম্বর রিটার্ন জমা দিলেও কোনও জরিমানা গুণতে হবে না করদাতাদের। মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে রিটার্ন।

আসলে সোমবার রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল। তাই একসঙ্গে অনেকে রিটার্ন ফাইল করার চেষ্টা করছিলেন। অত্যধিক চাপেই বসে যায় আয়কর দপ্তরের পোর্টাল। ফলে অনেকে চেষ্টা করেও রিটার্ন জমা করতে পারেননি। সময়সীমা বাড়ানোর পরেও সোমবার রাত ১২টা থেকে আড়াইটে পর্যন্ত আয়কর দপ্তরের প্রোফাইল বন্ধ ছিল। মেনটেনেন্স সেরে আবার পোর্টাল খুলে দেওয়া হয়েছে আয়করদাতাদের জন্য।

সোমবার পর্যন্ত মোট ৭.৩ কোটি আয়কর রিটার্ন জমা পড়েছে, যা গত বছরের ৭.২৮ কোটির তুলনায় বেশি। যদিও সময়সীমা শেষ হওয়ার পর এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে, ১৬ সেপ্টেম্বরের পর রিটার্ন ফাইল করলে করদাতাদের জরিমানা দিতে হবে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত কয়েক বছর ধরে আয়কর রিটার্ন জমার সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

You might also like!