কাটরা, ১৭ সেপ্টেম্বর : আবহাওয়ার উন্নতি হতেই শুরু হল শ্রী মাতা বৈষ্ণো দেবী যাত্রা। বিগত ২২ দিন স্থগিত থাকার পর বুধবার থেকে শ্রী মাতা বৈষ্ণোদেবী যাত্রা পুনরায় শুরু হয়েছে। উল্লেখ্য, প্রতিকূল আবহাওয়া এবং নিরাপত্তাজনিত কারণে যাত্রা স্থগিত করা হয়েছিল। জম্মু ও কাশ্মীরে আবহাওয়ার উন্নতি হয়েছে। আর তাই বুধবার থেকে শ্রী মাতা বৈষ্ণোদেবী যাত্রা পুনরায় শুরু হয়েছে।
জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টা মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। এরপর ১৮ ও ১৯ সেপ্টেম্বরের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২০ সেপ্টেম্বর পর থেকে ফের শুষ্ক হয়ে উঠবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া।