Game

1 hour ago

China Masters 2025: ব্যাডমিন্টন চায়না মাস্টার্স ২০২৫, পর্নপাউই চোচুওংকে হারিয়ে কোয়ার্টারে প্রবেশ করলেন পিভি সিন্ধু

PV Sindhu;China Masters 2025 badminton
PV Sindhu;China Masters 2025 badminton

 

শেনজেন, ১৮ সেপ্টেম্বর : বৃহস্পতিবার শেনজেনে থাইল্যান্ডের পর্নপাউই চোচুওংকে হারিয়ে চায়না মাস্টার্স সুপার ৭৫০- এর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। সিন্ধু মাত্র ৪১ মিনিটে ২১-১৫, ২১-১৫ গেমে জিতে সরাসরি খেলায় জয়লাভ করেন। "আমি জয়ের জন্য খুশি। আমার মনে হয় শুরু থেকেই সতর্ক থাকা এবং আমার ১০০ শতাংশ দেওয়া এবং সহজ ভুল না করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল," ম্যাচের পর সিন্ধু বলেন। তিনি আরও বলেন, "আত্মবিশ্বাস বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মনে হয় আপনাকে লম্বা ম্যাচের জন্যও প্রস্তুত থাকতে হবে, খেলা যাই হোক না কেন।"

You might also like!