Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

kolkata

3 hours ago

SSKM Hospital: পূর্ব ভারতের সরকারি হাসপাতালে প্রথম রোবটিক গলব্লাডার অস্ত্রোপচার—এসএসকেএমে স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্ত!

SSKM Hospital
SSKM Hospital

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: “বাংলা আজ যা ভাবে, দেশ তা ভাবে আগামীকাল”—এই কথাই যেন আরও একবার প্রমাণ করল বঙ্গ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করা অত্যাধুনিক রোবটিক সার্জারি প্রযুক্তির সাহায্যে মঙ্গলবার জলমগ্ন শহরের মাঝেই সফল অস্ত্রোপচার সম্পন্ন হল এসএসকেএম হাসপাতালে। এটাই এই হাসপাতালে প্রথম রোবটিক অস্ত্রোপচার।

প্রশাসন সূত্রের খবর, পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতে এই প্রথম কোনও সরকারি হাসপাতালে রোবটিক সার্জারি চালু হল। হাসপাতাল সূত্রে খবর, শল্য ও স্ত্রী রোগ বিভাগের দুই রোগীর অস্ত্রোপচার হয়েছে। দুই বিভাগ মিলিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ছ’জন চিকিৎসক অংশ নিয়ে ছিলেন। জানা যাচ্ছে, শল্যবিভাগের ৪৫ বছরের ওই রোগীর গলব্লাডারে স্টোন হয়েছিল। গলব্লাডারের দেওয়াল মারাত্মক মোটা হয়ে গিয়েছিল। রোবটের মাধ্যমে চারটি ফুটো করে ৩৫ মিনিটে ওই অস্ত্রোপচার করেন শল্য বিভাগের শিক্ষক চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, সিরাজ আহমেদ, রুদ্রদীপ বন্দ্যোপাধ্যায়। 

জানা গিয়েছে, মুর্শিদাবাদের ওই বাসিন্দা এখন সুস্থ রয়েছেন। শল্য বিভাগের পরে স্ত্রী রোগ বিভাগের ৪৬ বছরের রোগীর জরায়ু বাদ দেওয়া হয় রোবটিক সার্জারির দ্বারা। সময় লেগেছে প্রায় এক ঘন্টা। অস্ত্রোপচারের পর ওই রোগী সুস্থও আছেন। জানা গিয়েছে, বেসরকারি কোনও হাসপাতালে এই অস্ত্রোপচার দুটি করতে কয়েক লক্ষ টাকা খরচ হত। কিন্তু এই অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে করা হল এসএসকেএমে। খুশি রোগীর পরিবারের সদস্যরাও। অতি সম্প্রতি চিকিৎসা পরিষেবার উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হল নতুন উডবার্ন ওয়ার্ড। পাশাপাশি, রোবটিক সার্জারি, ক্যানসার হাসপাতালের নির্মাণ ও অত্যাধুনিক মেশিন ক্রয়সহ মোট ১৮টি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি এসএসকেএম হাসপাতালে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নতুন উডবার্ন ওয়ার্ডটির ১০ তলা ভবনে ১৩১টি কেবিন রয়েছে। অত্যাধুনিক পরিষেবা মিলবে এই ওয়ার্ডে। সিঙ্গল কেবিনের ভাড়া ৫ হাজার। এইচডিইউ (HDU) কেবিনের ভাড়া ১২ হাজার টাকা। আইটিইউ (ITU) কেবিনের ভাড়া ১৫ হাজার টাকা।”

You might also like!