দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্ট সোমবার বিহারের গোটা এসআইআর বাতিলের হুঁশিয়ারি দিয়েছে। শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়েছে, নির্বাচন কমিশন যদি বিহারের এসআইআর নিয়ে কোনও অবৈধ পদ্ধতি গ্রহণ করে, তাহলে সংশোধিত ভোটার তালিকাসহ নিবিড় সংশোধনের পুরো প্রক্রিয়াই বাতিল করা হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৭ অক্টোবর সুপ্রিম কোর্টে হবে।
সোমবার শুনানি চলাকালীন শীর্ষ আদালতে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলে, “নির্বাচন কমিশন সংবিধান স্বীকৃত সংস্থা। আমরা আশা করি বিহারের বিশেষ নিবিড় সংশোধনে তারা আইন এবং অন্যান্য নিয়ম মেনে চলছে। কিন্তু ভোটমুখী বিহারের এই সংশোধনী প্রক্রিয়ায় যদি কোনওরকম কারচুপি থাকে তাহলে গোটা এসআইআর বাতিল করে দেওয়া হবে।” তবে আপাতত বিহারে এসআইআরে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। আগামী ৭ অক্টোবর এই মর্মে ফের শুনানি হবে।
উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছিল নির্বাচন কমিশন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর জন্য ১২তম প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কমিশনের লাগাতার আপত্তি উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, আধার কখনই নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হবে না। ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় যুক্ত সংস্থাগুলির আধার কার্ড যাচাই করার অধিকার থাকবে।
বিহারের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, বাদ পড়া এই বিপুল সংখ্যক ভোটারের মধ্যে বহু বৈধ ভোটারও রয়েছে। শুরুতে নির্বাচন কমিশন এই বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করতে রাজি ছিল না। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর সেই তালিকা প্রকাশ করা হয়। এরপরও রাজনৈতিক দলগুলি তালিকা থেকে বৈধ ভোটার খুঁজে বের করে অভিযোগ জানাতে তেমন সফল হয়নি। এই পরিস্থিতিতে, সুপ্রিম কোর্ট গোটা প্রক্রিয়াটি নিয়ে নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে।