কলকাতা, ২৪ সেপ্টেম্বর : কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতাকে দুষলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি মেয়র ফিরহাদ হাকিমেরও সমালোচনা করেছেন। বুধবার সকালে পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভঙ্কর সরকার বলেছেন, "বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি? ফলস্বরূপ, এত মানুষ প্রাণ হারিয়েছে। কলকাতা পৌর কর্পোরেশন এবং বিধাননগর পৌর কর্পোরেশন কোথাও দেখা যাচ্ছে না। দুর্যোগ ব্যবস্থাপনা দল কোথায়? মেয়র কোথায়?" শুভঙ্কর আরও বলেছেন, "মুখ্যমন্ত্রী বলছেন বিদ্যুৎ বিভাগ (মৃত্যুর জন্য) দায়ী, তাহলে এখনও পর্যন্ত কেন কোনও গ্রেফতার করা হয়নি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়ে চিন্তা করা উচিত, নাহলে তাঁর পদ থেকে পদত্যাগ করা উচিত। বিদ্যুৎ বিভাগের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে গ্রেফতার করা উচিত, নাহলে মেয়রকে অপসারণ করা উচিত। আটজন প্রাণ হারিয়েছেন। মুখ্যমন্ত্রীর এগিয়ে এসে দায়িত্ব নেওয়া উচিত।"